টমাস আলভা এডিসনের জীবন ঘুরে যাওয়ার গল্প

Author:

Published:

Updated:

টমাস আলভা এডিসনের জীবনী

পাই ফিঙ্গার্সে মোটিভেশনের এবারের আয়োজনে থাকছে একটি অনুপ্রেরণামূলক গল্প ।

আজ শোনাবো, পৃথিবী বদলে দেওয়া একজন মানুষের জীবন থেকে নেওয়া একটি গল্প । গল্পটি তার শৈশবের । টমাস আল্ভা এডিসন যার নাম । বিশ্বকে আলোকিত করার কারিগর । তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি (বাল্ব) সহ এমন অনেক কিছু আবিষ্কার করেছিলেন, যা বিংশ শতাব্দীর জীবনযাত্রার মোড় ঘুড়িয়ে, একটি নতুন পথ তৈরি করে দিয়েছিল ।

একদিন শিশু এডিসন স্কুল থেকে বাড়ি ফিরে তার মায়ের হাতে একটি কাগজের টুকরো দিয়ে বলল, মা! স্যার এই চিঠিটি তোমাকে দিতে বলল । আর বললেন, চিঠিটা যেন শুধু তুমিই পড় । এডিসনের চিঠিটা ছেলের হাত থেকে নিলেন ।

এডিসন মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা! এতে কি লেখা আছে?

এডিসন মা চিঠিটা খুলে পড়লেন । কান্নায় তার ভিজে উঠল । তিনি চোখের জল আঁটকে রেখে তার প্রিয় এডিসনের সামনে জোরে জোরে চিঠিটি পড়ে শোনালেন ।

আপনার ছেলে অসাধারণ প্রতিভাবান । আমাদের এই স্কুলটি খুব ছোট । ওর মতো দুর্দান্ত মেধাবী একজন ছাত্রকে শেখানোর মতো শিক্ষক আমাদের এই ছোট স্কুলটিতে নেই ।

এডিসনের মা যতদিন বেঁচেছিলেন সব সময় ছেলেকে এই গল্পটি বলতেন । তারপর অনেক বছর পর অসুস্থ হয়ে মারা যান ।

মায়ের মৃত্যুর বেশ কয়েক বছর পর এডিসন দেশের অন্যতম বড় একজন বিজ্ঞানী হয়ে উঠলেন ।

একদিন তিনি তার প্রয়োজনীয় কিছু একটা খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেলেন, মাকে উদ্দেশ্য করে সেই ছোটবেলায় স্কুলের শিক্ষকের লেখা চিঠিটি । চিঠিটি মোড়ানো অবস্থায় । সে একটু একটু করে চিঠির ভাঁজ খুলতে শুরু করল । সেই চিঠিতে যা লেখা ছিল,

আপনার ছেলে মানসিকভাবে ত্রুটিপূর্ণ । ওর মেধা নেই । আমরা তাকে আমাদের স্কুলে রাখতে পারছি না । তাই ওকে স্কুল থেকে বহিষ্কার করা হল ।

এডিসন চিঠিটি পড়ে প্রচণ্ড আবেগতাড়িত হয়ে পড়ে । তখন সে তার ডায়েরীতে লিখে রাখে, এডিসন শৈশবে একজন মানসিক প্রতিবন্ধী ছিল, তার মা সেই প্রতিবন্ধী ছেলেটিকে আজ দেশের অন্যতম একজন প্রতিভাবান মানুষ হিসেবে তৈরি করল ।

ভেবে দেখেছেন, এডিসনের জীবনের এই ছোট্ট গল্পটি থেকে কি পেলাম আমরা?

শুধুমাত্র একজন মানুষের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর অনুপ্রেরণাই বদলে দিতে পারে আরেকটি জীবনের গল্প । মায়ের এই সাহস আর অনুপ্রেরণাটা না থাকলে হয়ত এডিসন সারাজীবন একজন প্রতিবন্ধীই হয়ে রয়ে যেত । একজন এডিসন যেভাবে তৈরি হল, হাজারো এডিসন শুধু এই অনুপ্রেরণার জায়গাটা থেকেই নষ্ট হয়ে যায় ।

আপনার আমার কাছেও এমন একটি যাদু আছে, যা পৃথিবীর হাজারো মানুষের জীবন বদলে দিতে পারে । সেই যাদুটাই হল মানুষকে উৎসাহ দেওয়া বা অনুপ্রাণিত করা । চলুন আজ থেকেই আমরা সবাই একেজন যাদুকর হয়ে আমাদের চারপাশের মানুষগুলোকে এই যাদুটা দেখাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest posts

  • ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?

    ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?

    ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোন পণ্য বা সেবার মার্কেটিং করাকে এককথায় ডিজিটাল মার্কেটিং বলে। খুব সহজে ডিজিটাল মার্কেটিং কি এর সংজ্ঞাটা দেওয়া হলেও ডিজিটাল মার্কেটিং এতোটাও সহজ কিছু না। আপনি যদি ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কীভাবে করে? ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কি, অসুবিধা কি, ডিজিটাল মার্কেটিং পেশা হিসেবে কেমন- এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে জানতে…

    Read more

  • জাকারবার্গ এবং ফেসবুকের গল্প | কীভাবে কঠিন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন

    জাকারবার্গ এবং ফেসবুকের গল্প | কীভাবে কঠিন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন

    বর্তমানে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুজে পাওয়া প্রায় অসম্ভব। আমরা অনেকেই মার্ক জাকারবার্গ এর ফেসবুকের গল্প জানি । একটি ছোট্ট রুম থেকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পরে সকল ভাষাভাষী মানুষের দৈনন্দিন জীবনের অভ্যাসকে বদলে দিয়েছে ফেসবুক । কি ভাবে মার্ক জাকারবার্গ করলেন এটা ? আপনি কি জানেন জাকারবার্গকে তার স্বপ্নের জন্য কি কি ত্যাগ করতে…

    Read more

  • বিয়ার গ্রিলসের হার না মানা গল্প

    বিয়ার গ্রিলসের হার না মানা গল্প

    ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটি দেখেননি এমন লোক কমই পাওয়া যাবে । অনুষ্ঠানটি যার কারণে সারা বিশ্বে এতো জনপ্রিয়তা পেয়েছে তিনি হচ্ছেন এডওয়ার্ড মাইকেল বিয়ার গ্রিলস (Bear Grylls) । সবার কাছে বিয়ার গ্রিলস নামেই পরিচিত। তিনি একাধারে একজন লেখক, টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক, সাবেক সেনা কমান্ডো ও বর্তমানে বিশ্ব স্কাউট সংস্থার চীফ অব স্কাউট ।…

    Read more